টোকিও পৌছে গিয়েছে সব বিভাগের ভারতীয় দল। অন্যান্যবারের থেকে এবার টোকিও অলিম্পিক্সে ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় অ্যাথলিটরা। যে সকল বিভাগে ভারতকে পদক জয়ের দাবিদার মনে করা হচ্ছে তাদের মধ্যে বক্সিং অন্যতম। টোকিও শেষ মুহূর্তের অনুশীলনে মগ্ন মেরি কম-অমিত পঙ্ঘলরা।