কোনও মডেল বা অভিনেত্রী নয়, টোকিও অলিম্পিক্সে পদক জয়ের দাবিদার এই টেবিল টেনিস তারকা

২০১৬ রিও অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল মনিকা বাত্রাকে। টোকিও অলিম্পিক্সে পদক জয় করে নিজের ও দেশের স্বপ্ন পূরণ করতে মরিয়া ভারতীয় টেবিল টেনিসের গ্ল্যামার কুইন। গুণের পাশাপাশি মনিকার রূপও মুগ্ধ করে সকলকে। জানুন ভারতীয় টেবিল টেনিস তারকার কাহিনি।

Sudip Paul | Published : Jul 21, 2021 3:30 PM IST

112
কোনও মডেল বা অভিনেত্রী নয়, টোকিও অলিম্পিক্সে পদক জয়ের দাবিদার এই টেবিল টেনিস তারকা
১৯৯৫ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন ভারতীয় টেবিল টেনিসের গ্ল্যামার কুইন মনিকা বাত্রা।
212
দিল্লির নারায়ণা বিহারে থাকতেন মনিকা। মাত্র ৪ বছর বয়স থেকেই টেবিল টেনিস খেলা শুরু করেন তিনি।
312
রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৮ টুর্নামেন্টের একটি ম্যাচ জেতার পর তিনি কোচ সন্দীপ গুপ্তার কাছে টেবিল টেনিসের প্রশিক্ষণ নেন তিনি।
412
২০১১ সালে, মনিকা চিলি ওপেনে অনূর্ধ্ব ২১ দলে রৌপ্য পদক জেতেন। ২০১৫ সালের কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে তিনটি পদক জেতেন।
512
২০১৬ দক্ষিণ এশিয়ার গেমসে ডাবলস, মিক্সড ডাবলস, মহিলাদের দলগত ইভেন্টে মোট ৩টি সোনা জেতেন মনিকা বাত্রা।
612
২০১৬ সালের অলিম্পিকে অংশগ্রহণ করলেও, সেখানে সাফল্যের মুখ দেখেননি মনিকা। যারফলে হতাশ হয়ে পড়েন তিনি।
712
এরপর ফের ঘুড়ে দাঁড়ান মনিকা বাত্রা। ২০১৮ কমনওয়েলথ গেমসে পদক জেতেন তিনি। ২টি সোনা ও ২টি রূপো পান তিনি।
812
কাতারের দোহায় এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টে স্বেদেশী সুতীর্থা মুখোপাধ্যায়ের কাছে হেরে যান মনিকা। যদিও দোহা ইভেন্টে ক্রমতালিকার শীর্ষ স্থানের দ্বিতীয় প্লেসড খেলোয়াড় হওয়ার সুবাদে টোকিও-র বিমান ধরার ছাড়পত্র পেয়ে যান মনিকাও।
912
ব্যক্তিগত জীবনে খুবই হাসিখুশি থাকতে পছন্দ করেন মনিকা। দেখতেও খুবই সুন্দরী তিনি। তাকে ভারতীয় টেবিল টেনিসের গ্ল্যামার কুইন বলা হয়।
1012
টেনিস খেলার পাশপাশি বহুবার মডেলিং ও অভিনয়ের অফার পেয়েছিলেন মনিকা, কিন্তু টেনিসেই নিদের মনোনিবেশ করেছেন মনিকা।
1112
সোশ্যাল মিডিয়ায় মনিকা বাত্রার ফ্যান-ফলোয়ার্স আকাশছোঁয়া। ঘম ঘন নিজের ছবিও শেয়ার করেন তিনি। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
1212

তবে বর্তমানে টোকিও অলিম্পিক্সে পদক জয় মনিকা বাত্রার একমাত্র লক্ষ্য ও স্বপ্ন। মনিকাকে শুভেচ্ছা জানিয়েছে গোটা দেশ।

Share this Photo Gallery
click me!
Recommended Photos