২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস ২০২২ (Commonwealth Games 2022) । নীরজ চোপড়া সহ একাধিক তারকা ভারতীয় অ্যাথলিট (Indian Athletes)এবার নান কারণে গেমস থেকে ছিটকে গিয়েছে। তবে এবারের কমনওয়েলথে ভারত পদক তালিকায় অতীতে সব রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশাবাদী সকলেই। এক ঝলকে দেখে নিন ব্যক্তিগত ইভেন্ট থেকে দলগত ইভেন্ট কোন ১০ বিভাগে ভারতীয় (Top 10 contenders) অ্যাথলিটরা জিততে পারে পদক। কাদের উপর ভরসা করছে দেশবাসী।