রেসিং ট্র্যাকে ঝ়ড তুলতেন তিনি। বিদ্যুতের গতি বললেও হয়তো কম বলা হবে। নিজের কেরিয়ারে গড়েছেন অসংখ্যা রেকর্ড। অলিম্পিকে (Olympics) সোনা জয়ের রেকর্ডও তা ঝুলিতে। সেই বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্টের (Usain Bolt) জন্মদিন (Biryhday)২১ অগাস্ট। ৩৬ তম জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বোল্ট। এমন দিনে ফিরে দেখা বোল্টের কেরিয়ারের কিছু রেকর্ড (Records) ও স্মরণীয় মুহূর্ত।