সেলিব্রটি কিডদের মধ্যে ধোনি কন্যা জিভা নাকি সবথেকে স্টাইলিশ, দেখে নিন তারই কিছু ছবি

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রটিদের বাড়ির খুদে সদস্যটি এখন যেন সাধারণ মানুষেরও বাড়ির একজন হয়ে উঠেছে। তাদে দেখলেই মন যেন ভরে যায়। আর সেই সব সেলিব্রিটি কিডদের মধ্যেই নাকি সব থেকে স্টাইলিশ জিভা ধোনি।  

Poulomi Nath | Published : Jan 4, 2021 9:59 PM
15
সেলিব্রটি কিডদের মধ্যে ধোনি কন্যা জিভা নাকি সবথেকে স্টাইলিশ, দেখে নিন তারই কিছু ছবি

পরনে হলুদ টপ আর সবুজ স্কার্ট। দারুণ মানিয়েছে ধোনি কন্যা জিভাকে। আর সেই সঙ্গেই বিশেষে পোজে ছবি তুলেছে এই খুদে তারকা যা হার মানাবে বড়দেরও।

25

ছিমছাম কালো পোশাকের সঙ্গে ছিমছাম সাজেও এই খুদেকে দেখতে লাগছে অসাধারণ। আর সেই সঙ্গেই মুখে মিষ্টি হাসি নজর কাড়ছে সকলের।   

35

হলুদ টপ পার মাল্টি কালারের প্যান্ট পরে ছোট্ট জিভা। বাড়ির পোষ্যর সঙ্গে খেলতে মগ্ন খুদে তারকা জিহা। ঘরোয়া এই সাজের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে তার এক বিশেষ স্টাইল।   

45

কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট জিভা। পরনে রয়েছে তার মিকিমাউস গেঞ্জি ও সাদা প্যান্ট। তার মুখের মিষ্টি হাসি আর এই পোশাকে যান তাকে একেবারেই অন্যরকম দেখাচ্ছে।

55

পরনে ড্রেস, একাবারেই যেন প্রিন্সেস মনে হচ্ছে এই খুদেকে। তার সঙ্গে তার মুখে লেগে থাকা হাসিতে মোন ভুলবে সকলের। প্রিন্সেস -এর পোশাক আর সেই সঙ্গেই অসাধারণ পোজ হার মানাবে বড়দেরও।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos