Published : Sep 19, 2020, 10:12 AM ISTUpdated : Sep 19, 2020, 12:27 PM IST
এক টানা ছয় মাস ঘরে বন্দী অবস্থায় জীবন যাপন, এক কথায় বলতে গেলে নাভিশ্বাস উঠে গিয়েছে ভ্রমণ মত্ত পর্যটকদের। খুব বড় ট্রিপ না হলেও অন্তত পক্ষে কাছে পিঠে একটা দুটো ট্রিপ এই সময়ের মধ্যে হয়েই যেত। কিন্তু সেই উপায় ছিল না। এবার লকডাউন উঠতেই ছন্দে ফিরছে পুরী। রইল বিস্তারিত তথ্য...