পকেটে টান, ৫০০০ টাকার থেকে কম খরচেও দার্জিলিং ভ্রমণ, রইল বিস্তারিত তথ্য

দার্জিলিং ভ্রমণ সকলেরই কাছে খুব কাছের বিষয়। যে যায়নি তাঁর কাছে যেমন তা স্বপ্নের পাহাড়, ঠিক তেমনই যাঁরা গিয়েছেন, তাঁরা নেশায় ছুঁটে চলেন বহুবার। এমনই এক সৌন্দর্যে মোড়া রূপকথার শহর দার্জিলিং। সেখানে কি আদেও সম্ভব ৫০০০ টাকায় ভ্রমণ!

Jayita Chandra | Published : Sep 29, 2020 10:34 AM
18
পকেটে টান,  ৫০০০ টাকার থেকে কম খরচেও দার্জিলিং ভ্রমণ, রইল বিস্তারিত তথ্য

লকডাউনের পর সকলেরই পকেটে টান। তার ওপর মাসের শেষে পুজো। এই সময় যদি আবার ভ্রমমের কথা মাথায় আসে, তবে তো কথাই নেই। 

28

তা বলে কি গরমের ছুটির মত পুজোর ছুটিও নষ্ট হবে! না, এবার একটু অন্যভাবে ঘুরে দেখুন দার্জিলিং। হাতে মাত্র কয়েকটা টাকা রাখলেই যথেষ্ট। 

38

খুলে গিয়েছে ট্রেনের টিকিট বুকিং। টিকিটের মূল্যও কম। তাই আগে যাওয়া ও ফেরার টিকিটটা করে ফেলুন। 

48

এতে যাতায়াত মিলিয়ে ৫০০ টাকা পড়বে খবর। শিলিগুড়ি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে শিলিগুড়ি ওঠা নামার জন্য মোট ৭০০ টাকা। 

58

তবে এবার আর তালিকাতে রাখবেন না রাজকিয় হোটেল। হোমস্টে বেছে নিতে পারেন। সেখানে প্রতিদিন মাথাপিছু খরচ পড়বে ৫০০ থেকে ৬০০ টাকা। 

68

যদি তিন রাত থাকা যায় তবে হোটেল বাবদ খরচ যাবে ১৮০০ টাকা। যাতায়াত নিয়ে ১২০০ টাকা। মোট ৩০০ টাকা।

78

এবার আসা যাক খাবারের খরচে। মাথা পিছু প্রতিদিন ৩৫০ টাকাই যথেষ্ট দার্জিলিং-এ মিল পাওয়ার জন্য়। 

88

তিন দিন থাকলে খরচ দাঁড়ায় মোটের ওপর ১২০০ টাকা। এরপর হাতে থাকা ৮০০ টাকায়, লোকাল গাড়িতে করে ঘুড়ে দেখুন চারিপাশ। বিভিন্ন স্পট। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos