পকেটে টান, ১০ হাজার বাজেটে গোয়া ভ্রমণ প্ল্যান, রইল বিস্তারিত তথ্য
বাড়িতে বসে দমবন্ধ। এবার কোথাও থেকে একটু বেড়িয়ে আসলেই হয়। কিন্তু চতুর্দিকের যা পরিস্থিতি, সেই দিকে লক্ষ্য করে এখন অনেকেই ভ্রমমের চ্যাপ্টার বন্ধ করে রেখেন। তবে সামনেই পুজো, আর তারপরই বেড়ে যায় ভ্রমণের হিরিক। তাই এবার রইবল সস্তায় ভ্রমণ প্ল্যান।
গোয়ার ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে অনেকেরই। কিন্তু বাজেটে ফিট হবে তো, ভেবেই পিছিয়ে আসেন বেশিরভাগ পর্যটক।
তবে সঠিক উপায় পরিকল্পনা করলে, গোয়া ট্রিপ করা সম্ভব ১০ হাজার টাকার ভেতরেই। কীভাবে দেখে নেওয়া যাক।
গোয়া ভ্রমণ মানেই যে প্লেনে টিকিট কেটে ফেলতে হবে এমনটা নয়। ট্রেনে করেই পৌচ্ছে যেতে হবে গোয়া, এতে ভাড়া কম লাগবে।
এরপরই আসে সঠিক সময়ের কথা। কোন সময় গেলে খরচ কমে যায়। গোয়াতে শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে সিজন।
এই সময়টা বাদ দিয়েই যাওয়া যেতে পারে গোয়া। তাহলে জিনিসপত্রের জদামও অনেকটা কম থাকে।
বিশাল বিলাসবহুল হোটেল বুকিং রা করে কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রেখে বুক করে ফেলতে হবে হোটেল।
খাবার সিজিনে গেলে দাম খুব বেশি। নয়তো, তা যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। বস বাজেটের রেস্তোরাই রয়েছে গোয়াতে।
আর একটি বড় খরচ হল গাড়ি। তবে গাড়ি ভাড়া না করে যদি স্কুটার ভাড়া করে নেওয়া যায় ঘোরার জন্য, তা সব থেকে বেশি সুবিধে হয়। খরচ পড়ে দিন পিছু ২৫০ থেকে ৩০০ টাকা।