ঘুরতে গিয়ে জলের মত খরচ টাকা, এই দশ টিপসেই বাঁচবে অর্থ, কমবে খরচ, জেনে রাখুন

ঘুরতে যেতে কারই না ভালো লাগে। তবে ভ্রমণ তালিকা থেকে অনেক সময়ই বেশ কিছু পছন্দের জায়গা বাদ রাখতে হয়। কারণ পকেটের পক্ষে তা সুখকর হয়ে ওঠে না। আবার ট্রিপ হলেও পরবর্তীতে মনে হয় খরচ খানিক কম হলে ভালো হত। তাই এবার ট্রিপ করার আগেই ভেবে মাথায় রাখুন কয়েকটি বিষয়।  

Jayita Chandra | Published : Mar 24, 2021 3:08 AM IST
110
ঘুরতে গিয়ে জলের মত খরচ টাকা, এই দশ টিপসেই বাঁচবে অর্থ, কমবে খরচ, জেনে রাখুন

ট্রিপ পরিকল্প করার আগে যদি কয়েকটি বিষয় মাথায় রাখা যায় তবে তা নিঃসন্দেহে খরচ কমাতে সাহায্য করে,  প্রথমত হল পরিকল্পনা করা উচিত বেশ কয়েকমাস আগে থেকে। 

210

ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন। এতে মূল্য বেশ খানিকটা কম থাকে। 

310

ভ্রমণের নেশা যদি থাকে তবে প্রতি মাসে অল্প পরিমান টাকা সেই খাতে জমা রাখুন। এতে ট্রিপের মাসে পকেটে  চাপ পরে না।. 

410

সবসময় ভ্রমণ পরিকল্পনা করুন গ্রুপে। বেশি সংখ্যক মানুষ গেলে মাথা পিছু খরচ বেশ কিছুটা কমে যায়। 

510

গাড়ি ভাড়া করার আগে তা শেয়ার করার চেষ্টা করুন। গাড়িতে নয়জন থাকলে যা ভাড়া, দুজন গেলেও একই ভাড়া পড়ে।. 

610

বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলি টেস্ট করে দেখুন। এতে নতুন অভিজ্ঞতা হবে। বাকি সময় হালকা খাবার খান। তাতে শরীর ভালো থাকবে, খরচও কম হবে। 

710

বিমানে যাতায়াত করলে ব্যাগের ওজনের দিকে নজর দিন। ফেরার সময় কেনাকাটা করে বেশি জিনিস আনতে হলে যাওয়ার সময় ব্যাগে পর্যাপ্ত জায়গা রাখুন।. 

810

সঙ্গে যাবতীয় ওষুধ রাখুন। এতে বিপদে পড়ে ডাক্তারের কাছে ছুঁটতে হবে না। 

910

কেনাকাট কম করে ওই টাকায় জায়গাটা ভালো করে ঘুরে দেখুন। হতেই পারে আর কোনও দিন হয়তো এই স্থানে ঘোরা হবে না। খরচ কমাতে স্থানীয় বাসে, গাড়িতে যাতায়াত করুন। 

1010

বিলাস বহুল হটেলে থাকলেও সেখান থেকে না খেয়ে ভালো খাবার পাওয়া যায় এমন স্থানীয় কোনও নামী রেস্তোরা থেকে খেতে পারেন। এতেও খরচ কমে বেশ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos