ক্যাস্পিয়ান ও আসার সাগর, মধ্য এশিয়া
ক্যাস্পিয়ান সাগরের আর আরাল সাগর মধ্য এশিয়ার অন্যতম লবণ জলের হ্রদ। এটি বিশাল জলাশয়ের আয়তন প্রায় ৭৫০ মাইলদীর্ঘ। আর প্রস্থ হল ২০০ মাইল। তবে দুষণের কারণে এই হ্রদের জল নষ্ট হয়ে যাচ্ছে। রাশিয়া, কাজাকস্থান, তুর্কমেনিস্তান ইরান আর আজারবাইজান সীমান্তে রয়েছে এটি। ১৯৬০ সালে এই জলাশয় ছোট হয়ে যায় তারপরই জলে লবণের পরিমাণ বৃদ্ধি পায়।