না, কোনও গল্প নয়। বাস্তবেই এমনই এক পুতুলের দ্বীপ রয়েছে যেখানে হাজার হাজার মৃত পুতুলের ভিড়।
মৃত পুতুল কেন বলা হচ্ছে, তার পেছনে রয়েছে এক ইতিহাস। মেক্সিকোতে অবস্থিত এই দ্বীপ।
এই দ্বীপে একবার এক বাচ্চার মৃতদেহ ভেসে আসে। তা দেখে দ্বীপের বাসিন্দা জুলিয়ান শিশুটিকে উদ্ধার করে। সেখানেই একটি স্থানে বাচ্চাটিকে কবর দেন তিনি।
এরপর একদিন তিনি একটা পুতুল পেলেন, ভাবলেন সেই পুতুলটি শিশপটির। তাই বাচ্চাটির নাম করে তিনি পুতুলটি একটি গাছে ঝুলিয়ে দেন।
এরপর থেকে শুরু হয় বাচ্চাটির আত্মার দাপট। ভয় পেয়ে রোজ একটি করে পুতুল জোগার করতে শুরু করেন জুনিয়ান।
একটা সময় জুলিয়ানকে মৃত অবস্থায় দ্বীপেই পাওয়া যায়। সকলের ধারনা সেই দ্বীপের আত্মাদের দাপটেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়।
এরপর থেকে এই দ্বীপকে মৃত পুতুলের দ্বীপ বলেই নাম করণ করা হয়। পর্যটকদের জন্য এই দ্বীপ খুলে দেওয়া হয়। তবে বিকেলের আগেই তা বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের কথায় সারা রাত জুড়ে এখানে চলে আত্মাদের দাপট। তাই রাতে এই দ্বীপে আজও কেউ যাওয়ার সাহস করেনি।
Jayita Chandra