মৃত মানুষকে বাঁচিয়ে তোলার শপথ নিয়েছেন ডক্টর স্যাম পার্নিয়ার। রামায়ণে উল্লেখ পাওয়া যায় যে লক্ষণকে বাঁচিয়ে তুলতে বিশল্যকরণী কাঁধে করে তুলে নিয়ে এসেছিলেন হনুমান। বিশ্বের চিকিৎসাশাস্ত্রও পার্নিয়ার কাছে তাঁর বিশল্যকরণীর নমুনা চেয়েছে। নিজের দেশে এই কাজ করতে পারেননি, তাই পাড়ি দিয়েছিলেন আমেরিকার বুকে। সেখানেই আপাতত মৃত মানুষকে বাঁচিয়ে তোলার গবেষণার কাজে ব্যস্ত স্যাম পার্নিয়া। এই গবেষণার অঙ্গ হিসাবে তিনি আবার নেয়ার টু ডেথ এক্সপিরিয়েন্স করাদের কাহিনিও নথিভুক্ত করার কাজে নিয়োজিত। পার্নিয়ার মতে, চিকিৎসাশাস্ত্র এখন এমন একটা জায়গায় পৌঁছেছে সেখানে সামান্য অঙ্গ-প্রতঙ্গ কাজ করা ছেড়ে দিলে মানুষ মরে যাবে এমনটা হতে পারে না।