রাশিয়া ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine Crisis) সরাসরি ক্রেমলিনের (Kremlin) সঙ্গে সংঘর্ষে যেতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র-সহ (United States) পশ্চিমী শক্তিগুলি। তার বদলে, তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র ও অর্থ সহায়তার মাধ্যমে ইউক্রেনের (Ukraine) হাত শক্ত করার রাস্তা নিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর (Ukraine Army) মধ্যে যে মার্কিন অস্ত্রের সবথেকে বেশি চাহিদা, সেটি হল জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম (Javelin anti-tank missile system)। কাঁধে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র লঞ্চার নিয়ে ইউক্রেনীয় সৈন্যদের ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আসুন জেনে নেওয়া যাক, কী এই জ্যাভলিন সিস্টেম এবং কেন এটির এত বেশি চাহিদা?