কোভিড-১৯ জয়ী অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশ কয়েকদিন কেটে গেলেও পুরোপুরি শারীরিকভাবে সুস্থ হতে পারছেন না তাঁরা। এঁদের বেশিরভাগের ক্ষেত্রেই একটি উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে বলে দাবি করেছে আমেরিকার এমরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। করোনা প্রতিরোধে এখন ঘরে ঘরে অনাক্রম্যতা বাড়ানোর জন্য বিশেষ খাদ্য গ্রহণ বা যোগ-ব্যায়াম চর্চা চলছে। অথচ এই গবেষকরা দাবি করছেন শরীরের এই অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতাই অনেক ক্ষেত্রে রোগীদের সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর সেইসব ক্ষেত্রে স্মরণ নিতে হচ্ছে লুপাস এবং রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগগুলির চিকিৎসার।