'ভোট দিতে যাও', চায়ে চুমুক দিয়ে বেহালার ঠাকুমার সঙ্গে গল্প জুড়লেন BJP পার্থী পায়েল
বুধবার বেহালা পূর্বের ১১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পায়েল সরকার চা চক্রতে এলেন এখানের মানুষের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললেন। বেহালার এক ঠাকুমার সঙ্গে গল্প জুড়লেন, তাঁদের সঙ্গে চা খেলেন দেয়াল লিখলেন এবং আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখলেন।
Asianet News Bangla | Published : Mar 17, 2021 6:46 AM IST / Updated: Mar 17 2021, 12:22 PM IST
বুধবার বেহালা পূর্বের ১১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পায়েল সরকার চা চক্রতে এলেন এখানের মানুষের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললেন।
বেহালার এক ঠাকুমার সঙ্গে গল্প জুড়লেন, তাঁদের সঙ্গে চা খেলেন দেয়াল লিখলেন এবং আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখলেন।
'ভোট দিতে যাও' জিজ্ঞেস করতেই মন খুলে দুঃখ্যের কথা শোনালেন পায়েলকে বেহালার ঠাকুমা। থাকার তেমন জায়গা নেই জেনে পায়েল কিছু ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন ।
পায়েল এদিন এখানে এসে বলেছেন, বেহালা পূর্বের মানুষের সঠিক একজনকে দরকার যে তাদের সুখে দুখে সব সময় থাকবে। তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবে। কোলের শিশুর সঙ্গে হাত মেলালেন পায়েল।
বেহালার স্থানীয়বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানালেন, ' আমি চাই তাদের পাশে দাঁড়াতে। এবছর যেটা নিয়ে আমি খুবই আশাবাদী।'
পায়েল এদিন আরও বলেছেন, 'অনেক মানুষ ভাবে যে আমি অভিনেত্রী, তাই পরে হয়তো মানুষের পাশে থাকবো না কিন্তু আমি অভিনেত্রী হিসেবে নয়, আমি মানুষ হিসাবে তাদের পাশে থাকবো।' ওদিকে পায়েলের সঙ্গে তখন সেলফি তোলার মুডে কর্মী-সমর্থক, পায়েলও একটু চুল ঠিক করে নিলেন।