মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের মহিলা ভোটার-এর সংখ্যা, মোট ভোটারদের প্রায় অর্ধেক, ৪৯ শতাংশ। ২০১৬ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মহিলাদের অংশগ্রহণ ছিল ৮২ শতাংশ। তাই, রাজনৈততিক মহলে আসন্ন নির্বাচনে জাতিগত, ভাষাগত মেরুকরণের প্রভাবের পাশাপাশি আলোচনায় উঠে আসছে আরও একটি প্রশ্ন - যে মহিলা ভোটাররা বিগত নির্বাচনগুলিতে মমতাকে বিপুল সংখ্যায় সমর্থন করেছেন এবং তা ক্রমাগত বৃদ্ধির যে প্রবণতা, তা কি এবারও বজায় থাকবে? সেই ক্ষেত্রে বিহারের এনডিএ সরকারের মতো মহিলারাই কি শেষ পর্যন্ত কুর্সি বাঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, না কি কামদুনি, পার্কস্ট্রিট-এর মতো জঘন্য ঘটনার ধারাবাহিকতা তাঁদের তৃণমূল বিমুখ করবে?