বাংলার রাজনৈতিক সমীকরণটাই বদলে দিয়েছে ২০১৯ সালের লোকসভা নির্বাচন। যেখানে গেরুয়া পতাকা খুঁজে পাওয়া যেত না, সেই বাংলায় ১৮টি আসন এবং ৪০ শতাংশের থেকে বেশি ভোট পায় বিজেপি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের থেকে ভো বাড়ে প্রায় ৩০ শতাংশ। আর এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বামেরা। ২০১৬ সালের পাওয়া ২৬.৬ শতাংশ ভোট তিন বছরে কমে দাঁড়ায় ৭.৫ শতাংশে। কীভাবে এত কম সময়ে বাংলার লাল দুর্গকে গেরুয়া করে ফেলল নরেন্দ্র মোদীর দল?