দ্বিধা-দ্বন্দ্বে আরও পতন বামেদের
এর পাশাপাশি আরও এক দ্বিধা-দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল বামেরা। যা রাজ্যে আরওই ভাঙন ধরায় বাম ভোটে। দুর্নীতি ও হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ করার বিষয়ে বিজেপির সঙ্গে একই জায়গায় থাকলেও, আদর্শগত প্রশ্নে বিজেপি বিরোধিতার সময়ে তাদের সুর বিভিন্ন সময়ে মিলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সিএএ-এনআরসি, ৩৭০ ধারা বাতিল, কৃষক বিক্ষোভ-এর মতো বিভিন্ন জাতীয় ইস্যুতে বাম-তৃণমূল একই ভাবে বিজেপির বিরুোধিতা করেছে। কার্যত বিজেপি না তৃণমূল কাদের প্রধান প্রতিপক্ষ বলা হবে, তাই নিয়য়ে নির্বাচনের আগেও বিভ্রান্ত বাম নেতারা। অন্যদিকে বিদেপি নেতারা দ্বিধাহীনভাবে আক্রমণ করার সুযোগ পেয়েছেন তৃণমূলকে।