আরও এক পরিবর্তন
এই জেলা একসময় পরিচিত ছিল নকশাল দুর্গ হিসাবে। তারপর দীর্ঘদিন নির্বাচনে জয়ী হয়েছে বামেরা। তাারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিছু উন্নয়নও দেখলেও, তারসঙ্গে স্থানীয় নেতাদের দুর্নীতিরও সাক্ষী হয়েছে। এবার আরএসএস-এর হাত ধরে ঝাডগ্রাম প্রস্তুত বিজেপিকে বরণ করতে। অবশ্য শর্ত একটাই, চাকরি চাই, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাই, প্রযুক্তিগত প্রশিক্ষণ কেন্দ্র চাই, শিক্ষা চাই, মাথা উঁচু করে চলার উপায় চাই। ঝাড়গ্রামের কৃষি পরিবারের একাংশ ষেমন আধুনিক কৃষি সরঞ্জাম, প্রশিক্ষণ চাইছেন, আরেক অংশ আবার চাইছেন, চাষ নয়, কল কারখানায় কাজ করবেন তাঁরা।
পরিবর্তন নিয়ে আশাবাদী বিজেপি।