বাঙালি উপ-জাতীয়তাবাদ
তবে এই ক্ষেত্রে তৃণমূল আঞ্চলিক দল হিসাবে একটি ভাল নীতি নিয়েছে। তা হল, বাঙালি উপ-জাতীয়তাবাদকে তারা বিজেপির সাম্প্রদায়িক জাতীয়তাবাদের বিপক্ষে ঢাল হিসাবে তুলে ধরেছে। ফলে বিজেপিও যে বাঙালিয়ানার প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়েছে, এটাই এই নীতির সাফল্য। শ্রীরাম-এর পাল্টা হিসাবে ঘাসফুল শিবির তুলে ধরেছে মা দুর্গা, মা কালীর মতো স্থানীয় প্রাসঙ্গিক দেবদেবীদের। বস্তুত বাংলাায় বছর খানেক আগেও 'জয় শ্রী রাম'-এর থেকে জয় কালী বা জয় মা দুর্গাই বেশি জনপ্রিয় স্লোগান ছিল। তবে সেইসব ছিল ধর্মীয় স্লোগান, রাজনৈতিক নয়। বিজেপির স্থানীয় কর্মীরাই বলেন, তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসাবেই তাঁরা জয়শ্রীরাম ধ্বনি তুলতে শুরু করেছিলেন। বর্তমানে কিন্তু, তা অভ্যাসে পরিণত হয়েছে। কাজেই জয়শ্রীরাম স্লোগানকে আর বহিরাগত বলা যাবে না।