২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচন শুধু 'মমতা বনাম মোদী' নয়। বরং 'রাম বনাম দুর্গা-কালী'ও বলা যেতে পারে। গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ এনেছে বিজেপি। আর তার মোকাবিলায় এখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে হিন্দুত্বের প্রতিযোগিতা। নির্বাচনের আগে উন্নয়ন, কর্মসংস্থান, দুর্নীতি সব বিষয় পিছনে চলে গিয়ে ধর্মীয় স্লোগান এবং মন্দির ভ্রমণই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, তাঁকে 'ভেজাল হিন্দু' বলেছেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। গেরুয়া রঙের প্রতিযোগিতায় কি বিজেপিকে ছাড়িয়ে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি এই কাজ করতে গিয়ে একূল ওকূল দুই হারাবেন তিনি?