আব্বাসের উত্থানে জোড়া ক্ষতি
আব্বাস সিদ্দিকীর উত্থানে দুইভাবে ক্ষতি হবে বলে মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। প্রথমত, রাজ্যের যেসব অঞ্চলে ফুরফুরা শরীফের প্রভাব আছে সেখানে সত্যিই আব্বাস মানুষের সমর্থন পেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরবে। দ্বিতীয়ত, বামেদের উত্থআন ঘটলে লোকসভায় বিজেপি যে বাম-সমর্থকদের ভোট কেড়েছিল, তা আবার লাল শিবিরে ফিরতে পারত। কিন্তু, আব্বাসের সঙ্গে যাওয়ায় তা বিজেপির দিকেই থেকে যেতে পারে।