কমিশনের নির্দেশে শহরের পেট্রোল পাম্পে মোদীর ছবি ঢাকল পেপারে-প্লাস্টিকে, দেখুন ছবি

Published : Mar 04, 2021, 12:32 PM ISTUpdated : Mar 04, 2021, 12:35 PM IST

কমিশনের নির্দেশে বৃহস্পতিবার সাতসকালেই সরানো হল মোদীর ছবি। বিধান নগর ৯ নম্বর ট্যাংক এর কাছে পেট্রোল পাম্পে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। বুধবার ফিরহাদ হাকিম ইলেকশন কমিশনে এই বিষয়ে  একটি অভিযোগ দায়ের করেছিলেন, ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে সেই ছবিগুলো যাতে সরিয়ে দেওয়া হয়। সকাল হতেই দেখা গেল  মোদীর ছবিতে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

PREV
15
কমিশনের নির্দেশে শহরের পেট্রোল পাম্পে মোদীর ছবি ঢাকল পেপারে-প্লাস্টিকে, দেখুন ছবি

কমিশনের নির্দেশে বৃহস্পতিবার সাতসকালেই সরানো হল মোদীর ছবি। বিধান নগর ৯ নম্বর ট্যাংক এর কাছে পেট্রোল পাম্পে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।
 

25

বুধবার ফিরহাদ হাকিম ইলেকশন কমিশনে এই বিষয়ে  একটি অভিযোগ দায়ের করেছিলেন, ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে সেই ছবিগুলো যাতে সরিয়ে দেওয়া হয়। সকাল হতেই দেখা গেল  মোদীর ছবিতে প্লাস্টিক-কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
 

35

প্রসঙ্গত, বুধবার ডালহৌসির নির্বাচনের কমিশনের অফিসে গিয়ে অভিযোগ এনে ফিরহাদ বলেছেন, মোদীর ছবি দেওয়া ব্যানার মারফত সরকারি মদতে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এমনকি বহু পেট্রোল পাম্পেও মোদীর ছবি রয়েছে। আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পরেও নানা কৌশলে সরকারি প্রকল্পের দোহাই দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি।' 

45

বুধবার তৃণমূলের এই অভিযোগ পেতেই নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর ছবি ব্যবহার করে পেট্রোল পাম্পে বিজ্ঞাপন আদর্শ আচরণ বিধি বিরোধী। কারণ অনেকেই দাবি তুলেছে, প্রধানমন্ত্রী শুধু লোকসভা নয়, বিভিন্ন রাজ্যের নির্বাচনের প্রচারের অংশ। তাই হোর্ডিং থেকে মোদীর মুখ সরানো অবিলম্বে দরকার।

55

আগামী ৭২ ঘন্টার মধ্য়ে রাজ্যের সকল পেট্রোল পাম্প থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরানোর নির্দেশ দিতেই, নির্দিষ্ট সময়ের মধ্য়েই মোদীর ছবির সরানো হল শহরের পেট্রোল পাম্প থেকে।

click me!

Recommended Stories