দিনেশ ত্রিবেদী। রাজ্য রাজনীতিতে পরিচিত নাম। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট ছিলেন তিনি। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা না করলেও কিছু দিন ধরে দূরত্ব বাড়ছিল। দিন কয়েক আগেই সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিল। যদিও এখনও পর্যন্ত দলবদলের কথা তিনি ঘোষণা করেননি। কিন্তু নিজের টুইটার হ্যান্ডেল থেকে সরিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই সঙ্গে বলেছেন দলের রাশ আর তাঁর হাতে নেই।