প্রসঙ্গত, নির্বাচনী ইস্তাহার তৈরীতে সববারের মতোই মমতা সাংসদ-বিধায়ক থেকে দলের নিচু তলার কর্মী, সকলেরই মতামত নিয়েছেন। কোন বিষয়ে জোর দেওয়া উচিত, বিরোধীদের মোকাবিলায় কী পদক্ষেপ নিলে ভাল হয় সহ একাধিক মতামত নিয়েছেন মমতা। সেই মতামতের ভিত্তিতে তিনি একটি কমিটিও গঠন করেছেন। মমতা নিজেও এই কমিটিতে ছিলেন।