ভোট যেনও উৎসব, তৃতীয় দফায় সবাইকে পেট পুরে লুচি-আলুরদম, একসঙ্গে রান্নায় মাতল TMC-BJP


ভোটের দিনে সবাই খাওয়াতে একসঙ্গে  লুচি-আলুরদম রান্না করল তৃণমূল-বিজেপি।মঙ্গলবার রাজ্য জুড়ে  ভোট নিয়ে  রাজ্যের শাসকদল এবং প্রধান বিরোধী দলের মধ্য়ে কম বেশি অশান্তি চলছে। কোথাও বোমাবাজি, কোথাও খুন, কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আর তখন এক অন্য দৃশ্য জগতব্ল্ল্ভ পুর বিধানসভা কেন্দ্রের জাবদাপোতা গ্রামে।
 

Asianet News Bangla | Published : Apr 6, 2021 7:58 AM IST / Updated: Apr 06 2021, 01:29 PM IST
19
ভোট যেনও উৎসব, তৃতীয় দফায় সবাইকে পেট পুরে লুচি-আলুরদম, একসঙ্গে রান্নায় মাতল TMC-BJP


ভোটের দিনে সবাই খাওয়াতে একসঙ্গে  লুচি-আলুরদম রান্না করল তৃণমূল-বিজেপি।

29

এখানে এলে মনে হবে যেনও কোনও বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে।

39

ঘাসফুল-গেরুয়াশিবিরের মহিলা-পুরুষরা একত্রিত হয়ে গরম লুচি ভাজছেন।

49

আসলে ভোট উপলক্ষেই এই আয়োজন। তৃণমূল-বিজেপি দুই পক্ষই এই আয়োজন করেছে।

59

ভোট দেবার আগে পরে নিজেদের দলের সমর্থকদের হেঁসেল থেকে নিয়ে যাচ্ছেন গরমা-গরম লুচি আলুরদম।
 

69

যদিও এই ঘটনায় অভিযোগ উঠতেই পারে যে খাবার দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। কিন্তু এনিয়ে কারও কোনও অভিযোগ নেই।

79

তৃণমূল-বিজেপি দুই পক্ষই জানালো এটাই গ্রামের রীতি। চলে আসছে যা বহুদিন ধরে।

89

প্রতিবারের ভোটেই আয়োজন করা হয়, আগে দেওয়া হত ছোলামুড়ি এবার লুচি-আলুরদম।

99

  
গরমা-গরম লুচি-আলু পেয়ে ভারী খুশি জগতব্ল্ল্ভ পুর বিধানসভা কেন্দ্রের জাবদাপোতা গ্রামের বাসিন্দারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos