শাহি সভায় শাহ, দুদিনের বাংলা সফর, একনজরে জেনে নিন অমিত শাহের কর্মসূচী

Published : Dec 18, 2020, 02:04 PM IST

শাহি সভায় শাহ। ভোটের আগেই বড় জনসভার ডাক। প্রতিমাসেই বাংলায় আসবেনন অমিত শাহ। দুদিনের বাংলা সফরে একাধিক কর্মসূচী। শাহের হাত ধরেই একাধিক নেতার বিজেপিতে যোগ। 

PREV
16
শাহি সভায় শাহ, দুদিনের বাংলা সফর, একনজরে জেনে নিন অমিত শাহের কর্মসূচী

১৯ ডিসেম্বর বিশিষ্ট জনেদের সঙ্গে দেখা করবেন অমিত শাহ। এদিন মেদিনীপুর জনসভার লক্ষ্যে সকালেই বাংলায় পা রাখছেন শাহ। 

26

শুরুতেই বেশ কয়েকটি মন্দিরে জাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর পর মন্দির দর্শণ করেই মধ্য়াহ্ন ভোজন সারবেন অমিত শাহ। 

36

মেদিনীপুরে এক কৃষকের বাড়িতেই খাবেন অমিত শাহ। রান্না করা হবে ভাত, দুই তরকারি, উচ্ছে পটল ভাজা শুকতো প্রভৃতি।

46

এরপর ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত মেদিনীপুরের কলেজ জনসভা করবেন অমিত শাহ। 

56

২০ ডিসেম্বর বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেই বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে দেখা করবেন তিনি। 

66

এরপর অমিত শাহ একটি রোড শো-তেও যোগ দেবেন। এরপর সেখানেই মধ্যাহ্ন ভোজ সেরে অমিত শাহ অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লিতে রওনা দেবেন। 

click me!

Recommended Stories