কলকতাঃ
ভবানীপুর, রাহবিহারী, বালিগঞ্জ ও কলকাতা বন্দর। এই চারটি কেন্দ্রে নির্বাচন হবে ২৬ এপ্রিল। চারটির মধ্যে তিনটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র একটি এগিয়ে বিজেপি। ২০১৬র বিধানসভা নির্বাচনে চারটি কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। আর সেই কারণেই রাসবিহারী কেন্দ্রটি ধরে রাখতে গেলে কঠিন লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে।