ভরসা নিজের উপরই
এই সব আক্রমণ, বাধার বিরুদ্ধে লড়ার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের উপরই সম্পূর্ণ ভরসা রাখছেন। তাঁর সাফ কথা, দল বদলে যাওয়ায় তিনি বদলে যাননি। নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ তাঁকে ভাল করে চেনে। তারা জানে গত ১০ বছর ধরে তিনি তাঁদের সঙ্গে আছেন। আর উন্নয়নের কাজে তিনি কখনও জাত, বর্ণ, ধর্ম দেখেননি। সংখ্যালঘু সমম্প্রদায়েরর মানুষও তাই তাঁর সঙ্গেই আছেন বলে দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। মুসলিম গ্রামে গিয়ে তাই জয় শ্রীরাম স্লোগান নয়, রাজীব ও বিজেপি কর্মীরা বলছেন, ড্রেন এবং জলের পাইপলাইন নিয়ে তাঁর কাজের কথা। উন্নয়নের কথা।