তাজপুরে ঘুরতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, লরির সংঘর্ষে আহত ৮, আশঙ্কাজনক ২

Published : Mar 13, 2021, 12:51 PM ISTUpdated : Mar 13, 2021, 01:02 PM IST

শনিবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে বড়সড়  দুর্ঘটনা। চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৮ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।  সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, পিছনের লরিটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটেছে।    

PREV
16
তাজপুরে ঘুরতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, লরির সংঘর্ষে আহত ৮, আশঙ্কাজনক ২

শনিবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে বড়সড়  দুর্ঘটনা। চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৮ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। 

26

 সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। 

36

 প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিছনের লরিটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটেছে।

 

46

পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুর থেকে ছোট ট্যুরিস্ট বাসে করে চড়ে তাজপুর যাচ্ছিলেন ওই জনাদশেক  পর্যটক। 

56

টোল প্লাজার কাছে বাসটি দাঁড়িয়েছিল। একদম পিছনে থাকা একটি লরি, সামনে দাঁড়ানো একটি লরিকে ধাক্কা মারে।  যার জেরে ক্রমাণ্বয়ে দ্বিতীয় লরিটি , সামনে থাকা গাড়িটিকে ধাক্কা মারায় সেটি ধাক্কা মারে বাসে। 

66
click me!

Recommended Stories