বৃহস্পতিবার সকালে মালবাজারের একটি বাড়িতে আচমকাই ঢুকে পড়ে একটি মাঝবয়েসী ভাল্লুকটি। ঘরে ঢুকে পড়তেই খবরটা জানতে পেরে আটকে দেওয়া হয় দরজা। ঘরের মধ্যে ফার্নিচার বলতে একটা আলমারি, শোকেশ। এদিকে সকালে সূর্যের আলো তাও সঙ্গ দিচ্ছিল। এভাবে আর কতক্ষণ, চেনা জঙ্গলে ফেরার অপেক্ষায় কি ভাল্লুকটি, ফিসফিস স্থানীয়দের মধ্যে।