সত্যিই কি এমন কোনও জন্তুর অস্তিত্ব আছে? পুরুলিয়ার ডিএফও রামপ্রসাদ বাদানা জানিয়েছেন, কাল্পনিক ওই প্রাণীর ছবিটি এঁকেছেন ইউরোপের কোনও শিল্পী। সেই ছবিটি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে ওড়িশ্যায় ও তেলেঙ্গানাতেও এমনই জন্তুর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল।