করোনা বিধির কড়াকড়ির মধ্যেই বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ থেকে ভজন সবই হয়েছে নিয়ম মেনে। খামতি ছিল না কোনও কিছুতেই। সারদা মা, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণীও পাঠ করা হয়। তবে তা অবশ্য মঠে বসে প্রত্যক্ষ করতে পারেননি দর্শনার্থীরা। সবটাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করে মঠ কর্তৃপক্ষ।