দেশ জুড়ে বিরোধিতা, বাংলায় কৃষি আইনের সমর্থনে বিজেপির মিছিল

সংসদে সদ্য পাশ হওয়া কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ-উত্তেজনা দেশ জুড়ে। আইনের বিরোধিতায় এককাট্টা বিরোধীরা। এই পরিস্থিতিতে দেশ জুড়ে নানান বিক্ষোভ কর্মসূচির মধ্যে বিলকে সর্বনাশা আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু, নয়া কৃষি  আইনে লাভবান হবেন কৃষকরাই। বাংলা জুড়ে আইনের সমর্থনে মিছিল করছে বিজেপি।

Alok Shit | Published : Sep 29, 2020 6:54 AM IST / Updated: Sep 29 2020, 01:31 PM IST

15
দেশ জুড়ে বিরোধিতা, বাংলায় কৃষি আইনের সমর্থনে বিজেপির মিছিল

কৃষি বিলের আইনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিলের বিরোধিতায় রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিরোধিতায় নেমেছে বাম-ডান সব পক্ষ। এবার আইনের পক্ষে পথে নামল বিজেপি।

25

বসিরহাট মহকুমার স্বরূপনগরে ৫ কিলোমিটার পদযাত্রা করে বিজেপি। তেঁতুলিয়া বাজার থেকে বিডিও অফিস পর্যন্ত ৫ কিলোমিটার মিছিল করেন কর্মী-সমর্থকরা।

35


বনগাঁ লোকসভার স্বরূপনগর বিডিও অফিসে এগারো দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয়। আমফান, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগে ডেপুটেশন দেয়।

45

মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট বিজেপি সংগঠনের সভাপতি তারক ঘোষ, রাজ্য কমিটির সম্পাদক অর্চনা মজুমদার সহ অন্যান্যরা। 

55

কৃষি আইনের সমর্থনে ইতিমধ্যেই বাংলায় প্রচার শুরু করেছেন বিজেপির শীর্ষ নেতারা। কৈলাস বিজয়বর্গীয়, সম্বিত পাত্র, মকুল রায় সহ অন্যান্যরা। এবার সরাসরি আইনের সমর্থনে পথে নামল বিজেপি।

Share this Photo Gallery
click me!
Recommended Photos