ব্যান্ডেল চার্চের ফাদার জনি জানান যে, করোনার পরিস্থিতিতে সব রকম বিধি যাতে পালিত হয় সেদিকে চার্চের নজর রয়েছে। এমনকী, ক্রিসমাস ইভের প্রার্থনার সময় যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেই কারণে চার্চের সীমানার পাশাপাশি উপাসনা গৃহ, চার্চের নতুন হল এবং অডিটোরিয়াম এই তিন জায়গায় প্রার্থনার আয়োজন করা হয়।