ভারী বৃষ্টিতে ভয়াবহ অবস্থা দক্ষিণবঙ্গে। সবে যশ থেকে ফিরে দাঁড়িয়েছিল রাজ্য। কার্যত লকডাউনে বিধি-নিষেধে ছাড় পেয়ে রোজগার করে পেটের জ্বালা মেটার স্বপ্ন দেখেছিল রাজ্যবাসী। ভারী বৃষ্টিতে এবং নদীর জল বেড়ে তছনছ হয়ে গেল সেই স্বপ্ন। কার্যত জলের নীচে রাস্তা, সেতু, ঘরের মধ্যে জল ঢুকে অসহায় অবস্থা শহরের বৃদ্ধা-বৃদ্ধার। কী খাবে, কিভাবে যাবে, সব কিছু নিয়ে একরাশ কালো মেঘ চোখে নিচে। কিছু এলাকায় ইতিমধ্যেই উদ্ধার কার্যে নেমেছে প্রশাসন। দেখুন ছবি।