মঙ্গলবার সকাল থেকেই পাল্টেছে আবহাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। দুপুরেই বৃষ্টিতে ভিজবে কলকাতাসহ দুই বঙ্গের জেলা।
কোথাও ভারী আবার কোথাও হালকা মাধারি বৃষ্টিপাত হবে। তবে এই বৃষ্টি এখন চলবে আগামী তিনদিন ব্যাপী।
কলকাতা, হাওড়া, নদীয়া, ২৪ পরগনাসহ একাধিক এলাকাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি পাতের পূর্বাভাস রয়েছে।
তবে বৃষ্টি হবে বিভিন্ন জেলাতেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় মঙ্গলবার থেকেই বৃষ্টি।
আবার উত্তরের- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হবে বৃষ্টিপাত।
নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই বৃষ্টি। পাশাপাশি বর্ষার দাপট। যার ফলে আগামী কয়েকদিন এখন তাপমাত্রার পারদ থাকবে স্বাভাবিকের থেকে কম।
তবে বাতাসে জলীয়বাষ্পের অবস্থানের জন্য বিকেলের পর বাড়বে আর্দ্রতা জণিত অস্বস্তি।
Jayita Chandra