টানা বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমেছে। বেড়েছে আদ্রতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৯২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।