Published : Jul 15, 2020, 01:58 PM ISTUpdated : Jul 15, 2020, 02:00 PM IST
প্রতিবারে যেমন হয়, এবার তেমনই হল। মাধ্যমিকের মেধাতালিকায় জেলার পড়ুয়াদেরই জয়জয়কার। ৮৪ জনের মধ্যে নেই কলকাতার একজন পড়ুয়াও। মেধাতালিকায় স্থান পেয়েছে পুরুলিয়ার তিনজন পরীক্ষার্থী।
পড়শি রাজ্য বিহারের পাগুরকোঠি গ্রামে বাসিন্দা প্রিন্স কুমার সিং। এবছর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। মেধাতালিকায় ষষ্ঠ স্থান লাভ করেছে প্রিন্স। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।
23
বাবা-মা থাকেন সল্টলেকে শ্যামলী আবাসনে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের হস্টেলে থেকে পড়াশোনা করত সায়ন বিশ্বাস। এবছর মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে মেধাবী পড়ুয়াটি। ৬৮৩ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দশম হয়েছে সায়ন।