পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল তৃণমূলের, দেখুন ছবিতে

প্রতি দু-একদিন অন্তর তেলের দাম বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইতিমধ্যেই কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ ছাড়িয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ১০০ ছাড়িয়েছে দাম। দামবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। আজ ও আগামীকাল রাজ্যের বিভিন্ন জায়গায় মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। 

Asianet News Bangla | Published : Jul 10, 2021 4:36 AM IST
14
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল তৃণমূলের, দেখুন ছবিতে

১০ ও ১১ জুলাই রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ ধরনার আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আর সেই মতো আজ সকালেই দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। 

24

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের। হাতে তৃণমূলের পতাকা ও মূল্যবৃদ্ধি লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন কর্মীরা।
 

34

গ্যাসের সিলিন্ডার মাথায় তুলেও মিছিলে সামিল হয়েছিলেন অনেকেই। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। 

44

জীবনতলার সদা নন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।  

Share this Photo Gallery
click me!

Latest Videos