গাড়ি নয়, এবার হেলিকপ্টার ভাড়া নিতে চায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এই কপ্টার ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দফতর। অবশ্য সেই হেলিকপ্টারের একটি মাত্র ইঞ্জিন থাকলে চলবে না। তার থাকতে হবে দুটি ইঞ্জিন। আর যে সংস্থা এই হেলিকপ্টার ভাড়া দেবে তার সঙ্গে পাঁচ বছরের জন্য রাজ্য সরকারের তরফে চুক্তি করা হবে। সম্প্রতি পরিবহন দফতরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।