কল্যাণেশ্বরী মন্দিরে যশোদা বেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে কার মঙ্গল কামনা করলেন তিনি, দেখুন ছবিতে

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তার ঠিক আগে সোমবার আসানসোলে কল্যাণেশ্বরী মন্দিরে হাজির হলেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদা বেন। সোমবার দুপুরে হঠাৎই কল্যাণেশ্বরী মন্দিরে উপস্থিত হন প্রধানমন্ত্রীর স্ত্রী। মা কল্যাণেশ্বরীর পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরের শিবলিঙ্গেও জল ঢালেন তিনি। 
 

debamoy ghosh | Published : Sep 17, 2019 4:40 AM IST
17
কল্যাণেশ্বরী মন্দিরে যশোদা বেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে কার মঙ্গল কামনা করলেন তিনি, দেখুন ছবিতে
আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী। পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে একটি দোকান থেকে ২০১ টাকার পুজোর ডালা কে
27
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মন্দিরে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী। পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে একটি দোকান থেকে ২০১ টাকার পুজোর ডালা কেনেন তিনি।
37
শুভঙ্কর দেওঘরিয়া ও বিল্টু মুখোপাধ্যায় নামে দুই পুরোহিতের কাছে মা কল্যাণেশ্বরীর পুজো দেন তিনি। দক্ষিণা হিসেবে দেন ১০১ টাকা। পুরোহিতরা জানান, জগতের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন যশোদা বেন।
47
মা কল্যাাণেশ্বরীর পুজো দিয়ে শিব মন্দিরে যান প্রধানমন্ত্রীর স্ত্রী। সেখানে শিব লিঙ্গে জল ঢালেন যশোদা বেন।
57
আগাগোড়াই তাঁর মুখে হাসি লেগেছিল। যশোদা বেনকে এসেছেন খবর ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় জমে যায়।
67
মন্দিরে এসে অবশ্য কোনও কথাই বলেননি যশোদা বেন। তিনি যে এসেছেন, সেকথা স্থানীয় বিজেপি নেতারাও জানতে পারেননি।
77
রবিবার সকালে হাওড়া থেকে ট্রেনে ধানবাদ পৌঁছন যশোদা বেন। সেখানে অখিল ভারতীয় সাহু বৈশ্য মহাসভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শিশু শিক্ষার উপরে জোর দেন তিনি।
Share this Photo Gallery
click me!

Latest Videos