হরিণকে গিলে খাওয়ার চেষ্টা, মানুষের হস্তক্ষেপ ভেস্তে দিল পাইথনের 'পরিকল্পনা'

ভিডিওতে দেখা গিয়েছে, জ্যান্ত একটি হরিণকে গিলে খেয়ে নেওয়ার চেষ্টা করছে অজগরটি। কিন্তু সফল হতে পারল না সেই সাপ। মানুষের চেষ্টাতেই প্রাণ ফিরে ফেলে হরিণ। প্রাণ ফিরে পাওয়ার পর আর ওই জায়গায় সে দাঁড়ায়নি। বরং দৌড়ে পালিয়ে গিয়েছে। 

পাইথন এমন একটি প্রাণী তা প্রায় সব প্রাণীকেই গিলে খাওয়ার ক্ষমতা রাখে। তার চেয়ে আকারে বড় প্রাণীকেও সে গিলে খেয়ে নিতে পারে। এই ধরনের ঘটনা হামেশাই দেখতে পাওয়া যায় অ্যানিম্যাল প্ল্যানেটে। এগুলি দেখতে বেশ পছন্দ করেন অনেকেই। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর সফল হয়নি সাপটি। বরং মানুষের হস্তক্ষেপে আর তার শিকার করা হয়নি।

ভিডিওতে দেখা গিয়েছে, জ্যান্ত একটি হরিণকে গিলে খেয়ে নেওয়ার চেষ্টা করছে অজগরটি। কিন্তু সফল হতে পারল না সেই সাপ। মানুষের চেষ্টাতেই প্রাণ ফিরে ফেলে হরিণ। প্রাণ ফিরে পাওয়ার পর আর ওই জায়গায় সে দাঁড়ায়নি। বরং দৌড়ে পালিয়ে গিয়েছে। হরিণের শরীরটি জড়িয়ে ধরেছে ওই পাইথন। ঠিক যেন হরিণটিকে ঘিরে ধরে কুণ্ডলী পাকিয়ে রয়েছে সে। হরিণটিকে জীবন্ত গিলে ফেলতে চেয়েছিল সে। আর এমনই সময় একটি যুবকের চোখ পড়ে ওই অজগর ও হরিণের ওপর। তার পর তিনি হরিণের জীবন বাঁচানোর কথা ভাবেন। সে একটি গাছের ডাল নিয়ে আসে। যুবকটি গাছের এই ডাল দিয়ে অজগরটিকে মারতে শুরু করে। রাগের বশে অজগরটিকে ওই যুবকের দিকেও ফোঁস করতে দেখা যায়।

Latest Videos

 

 

এদিকে হরিণটিকে চেপে ধরে রেখেই যুবককে আক্রমণ করতে এগিয়ে যায় অজগরটি। যদিও ওই যুবক আগে থেকেই বেশ সজাগ ছিলেন। সাপটি যখন তাঁর দিকে এগিয়ে আসে, তিনি দূরে দাঁড়িয়ে থাকেন। তারপরে গাছের ডাল দিয়ে অজগরটিকে মারতে শুরু করেন। শেষমেশ হরিণটিকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ভয়ঙ্কর ওই সাপ। অজগর যখন হরিণটিকে তার কবল থেকে ছেড়ে দেয়, হরিণের ব্যথা যেন দেখলেই অনুভব করা যায়। বোঝা যায়, মৃত্যুর সামনে থেকে ফিরে আসার আনন্দটাও।

পুরো ঘটনাটি ঘটেছে একটি রাস্তায়। আর সেই এলাকা থেকে একটু দূরেই রয়েছে জঙ্গল। সে সময় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনি এই ভিডিও গাড়ি থেকেই তোলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই এখন ব্যাপক ভাইরাল। জানা গিয়েছে, এই ভিডিওটি আসলে থাইল্যান্ডের। সেখানে আপনি হরিণটিকে তার জীবন বাঁচানোর চেষ্টা করতে দেখে আতঙ্কিত হবেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, হরিণটিকে কোনও মতেই ছাড়তে রাজি ছিল না ক্ষুধার্ত অজগর। যে কারণ যুবক বাধা দিতে গেলে তার দিকেও আক্রমণের চেষ্টা করে সাপটি। থাইল্যান্ডের দুসিত চিড়িয়াখানার সহকারী পরিচালক তার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কলকাতায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি দেখুন | Bangla News
CM Yogi : নয়া স্লোগানে মঞ্চ কাঁপালেন যোগীজি #shorts #yogiadityanath
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের
‘সৌগতদা দ্রোণাচার্য লেভেলে চলে গিয়েছে’ সৌগত রায়কে তীব্র কটাক্ষ মদন মিত্রের | Madan Mitra News Today
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar