ঘুম থেকে উঠে এক মুঠো ছোলা, জানেন শরীরের ঠিক কতটা উপকারে লাগে

ক্যান্সারের মতন অসুখও রোধ করার ক্ষমতা রাখে ছোলা। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে একমুঠো ছোলা ভিজিয়ে রাখুন। সকালে ওঠে সেই ছোলা খেলে রোগ ব্যাধির সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।

Jayita Chandra | Published : Oct 23, 2021 10:00 AM IST

ছোলা খাওয়ার উপকারিতা অনেক। তাই সকালে উঠে ছোলা খেলে শরীরের নানা সমস্যার সমাধান এক চুটকিতে সম্ভব। ক্যান্সারের মতন অসুখও রোধ করার ক্ষমতা রাখে ছোলা। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে একমুঠো ছোলা ভিজিয়ে রাখুন। সকালে ওঠে সেই ছোলা খেলে রোগ ব্যাধির সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।

আরও পড়ুনঃ নাক ডাকেন ঘুমিয়ে! রেহাই পেতে মাথায় রাখুন এই সহজ টিপস

আরও পড়ুন- সদ্য মা হয়েছেন, বেড়েছে শরীরের ওজন, এবার এই কয়েকটি টিপসেই ফিরে পান পুরোনো ফিগার

আরও পড়ুন- সামনেই পুজো, নিজেকে স্টানিং লুকে তুলে ধরতে শেষ ২০ দিন ফলো করতেই পারেন কিয়ারার ডায়েট

 

তাই জেনে নিন এক মুঠো ছোলা খাওয়ার উপকারিতা
১. রক্তচলাচল স্বাভাবিক করতে সাহায্য করে ছোলা। ফলেই রক্ত সঞ্চালনের সঠিক রাখতে ছোলার ভুমিকা অনবদ্য।
২. ক্যান্সার রোগ প্রতিরোধ করতে ছোলা খাওয়া ভালো। এক গবেষণায় প্রমাণ হয়েছে যে ক্যান্সারের ঝুঁকি এড়ানোর ক্ষমতা ছোলার বেশি।
৩. কোলেস্টেরল আয়ত্বে রাখতে ছোলা খান। শরীরেরক অতিরিক্ত মেদ কমিয়ে দেয়। যার ফলে শরীরে চর্বির পরিমাণ কমে যায়।
৪. ডায়াবেটিস বা মধুমেহ রোগীদের ক্ষেত্রে এটি খুব উপকারী। ফলেই সকালে এক কাপ ছোলা ভেজানো খান।
৫. হার্ট ভালো রাখতে সাহায্য করে। যেহেতু ছোলা খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই তা হার্টের পক্ষে ভালো।  

৬. হাড়ের গঠন ঠিক রাখে এবং তা মজবুত করে। যার ফলে জিমে গেলেও ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
৭. শিরদাঁরার ব্যাথা দূর করতে সাহায্য করে ছোলা। ছোলা খেলে শরীরের বিভিন্ন অংশের ব্যাথাও অনেকটা প্রশমিত হয়। 

   

Share this article
click me!