কোভিড থেকে হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট, এখন থেকে সাবধান হন আপনার সন্তানকে নিয়ে

যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যাদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে রয়েছে তাদের ক্ষেত্রে কোভিড-১৯ বড সমস্যার কারণ হতে পারে আগামী দিনে।

দেশে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। শুধু ভারত নয় - চিন ও আমেরিকাতেও বাড়ছে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব। এই অবস্থায় অনেকেই মনে করছে চতুর্থ তরঙ্গ নিশ্চিত। তবে বিশেষজ্ঞদের কথায় বর্তমানে কোভিড-১৯ এ সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। কিন্তু শিশুরা প্রথম থেকে কোভিড প্রতিরোধ করে এসেছে। কিন্তু যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যাদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে রয়েছে তাদের ক্ষেত্রে কোভিড-১৯ বড সমস্যার কারণ হতে পারে আগামী দিনে। বিশেষজ্ঞদের কথায় কোভিডের কারণে শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণ যদি হয় তাহলে হার্টের সমস্যা দেখা দিতে পারে। যা কার্ডিয়াক অ্য়ারেস্টের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। 

নতুন একটি গবেষণা রিপোর্ট সামনে এসেছে। যেখানে শ্বাসনালীর সংক্রমণকে বিসেষ করে ক্রুপ বলা হচ্ছে। যা শিশুদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির সম্ভাবন তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো ও নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল SARS- CoV -2 নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮,৮৪৯ জন শিশুর ওপর একটি সমীক্ষা করেছে। JAMA পেডিয়াট্রিক্সের প্রকাশিত রিপোর্টে সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে ওমিক্রন বৃদ্ধির সময় উপরের শ্বাসনালীতে সমক্রমণ বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি  সার্স কোভ ২ নিয়ে আপার এয়ারওয়েজ সংক্রমণে হাসপাতালের ভর্তি হওয়ার শিশুর এক পঞ্চামাংশেরও বেশি গুরুতর রোগে আক্রান্ত হয়েছে। 

Latest Videos

ক্রুপ কী? 
ক্রুপ হল একধরনের শ্বাসকষ্ট জনিত অসুস্থততা। যা ডাক্তারি ভাষায় ল্যালিনগোট্রাকাইটিস নামে পরিচিত। এটি শিশু ও ছোটবাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। প্রথমে বারবার কাশি হয়। কিন্তু সংক্রমণ তীব্র হলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। 

গবেষণায় পরীক্ষা করে দেখা গেছে  প্রায় ৩৮৪ জন শিশুর উপরের শ্বাসনালীতে সংক্রমণ ছিল। যারমধ্যে অনেকেরই সমস্যা গুরুতর। তাদের মধ্যে অনেকেই আবার শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে। রিপোর্ট বলা হয়েছে শ্বাসকষ্ট ও অক্সিজেনের সমস্যার জন্য ৮১ জন শিশুর মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই শিশুদের কোভিড নিয়ে গাফিলতি না করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তাঁরা আরও বলেছেন ওমিক্রনে তেমন ভাবে কোনও লক্ষণ দেখা যায় না। তাই গোপনেই দানাবাঁধতে পারে মারণ রোগ। 

মাস্ককে বিদায় জানাবেন না- কোভিড কিন্তু যায়নি, করোনাভাইরাস সংক্রমণ বাড়ার পরই আর্জি চিকিৎসকদের

দেশে কোভিড সংক্রমণে কালো ছায়া, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯০ শতাংশ

সুডৌল স্তন পেতে ব্রা পরা কতটা জরুরি? ভুল ভাঙিয়ে চিকিৎসক জানতে চাইলেন 'আপনি কোন দলে'

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today