দিন-রাত ল্যাপটপে কাজ করে আঙুলে ব্যাথা? রইল প্রতিকারের ১০টি উপায়

প্রবল ব্যস্ত জীবন। আইটি সেক্টর  থেকে শুরু করে দিনের সরকারি চাকরিজীবী- দিনের অনেকটা সময়ই কাটাতে হয় ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করে। আর তাতেই শুধু হাত নয় - অনেক সময়ই অনেককে ভুগতে দেখা যায় আঙুলের ব্যাথায়।

প্রবল ব্যস্ত জীবন। আইটি সেক্টর  থেকে শুরু করে দিনের সরকারি চাকরিজীবী- দিনের অনেকটা সময়ই কাটাতে হয় ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করে। আর তাতেই শুধু হাত নয় - অনেক সময়ই অনেককে ভুগতে দেখা যায় আঙুলের ব্যাথায়। অনেকে আবার ব্যাথার চোটে আঙুল মুড়তে পারেন না। কম্পিউটার বা ল্যাপটপে ক্রমাগত টাইপ করার জন্য হাতে ব্যাথা বা আঙুলে ব্যাথা এখন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে প্রতিকার পেতেই কিছু রিলাক্সেশন টিপস রইল- যা হাতের আঙুলের পাশাপাশি হাতকেও স্বস্তি দেবে, কমে যাবে ব্যাথা। পরের দিন কাজ করতে আর কোনও সমস্যা হবে না। 

১, কাজের ফাঁকে হাতের আঙুলের ম্যাসাজ করুন। 
২. কাজের ফাঁকে হাত বারবার মুঠো করুন আর খুলুন। তাতে রক্তসঞ্চালন স্বাভাবিক হবে। 
৩. কবজি একবার বাম দিক থেকে ডান দিকে করুন। এবার পাঁচবার করার পর উল্টোদিকে পাঁচ বার করুন। দিনে তিন থেকে চারবার করুন। 
৪. কাজের ফাঁকে আঙুল খোলা বন্ধ করুন। 
৫. দিনের শেষে সময় পেল হাতের আঙুল উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। তাতে ব্যাথা কমে যাবে। 
৬. ভুলেও কিবোর্ডের ওপর জোরে চাপ দেবেন না। খেয়াল রাখবেন এখন কিবোর্ড খুবই উন্নত। তাই বেশি জোর দরকার হয় না। 
৭. কাজের ফাঁকে বা দিনের একটা নির্দিষ্ট সময় হাতও ঘাড় বাম দিক থেকে ডানদিন আর ডান দিক থেকে বাম দিকে ঘোরালোও উপকার পাবেন। এভাবে পাঁচ বার করবেন। 
৮. আসলে এক জায়গায় বসে অনেকক্ষণ কাজ করার জন্যই এই সমস্যাগুলি তৈরি হয়। তাই সময় পেলেই হাটাহাটি করতে পারেন। 
৯. কাজের সুবিধের জন্য হাতের নখ খুব বড় করবেন না। তাহলে টাইপ করতে সমস্যা হতে পারে। আঙুলের ওপর চাপ বেশি পড়ে। 
১০. মনে রাখবেন দুই হাতে সমান তালে টাইপ করতে হবে। তাহলে দুই হাতে সমান চাপ পড়বে। কাজের ক্ষেত্রে দেখা যায় আমরা ডান হাতে বেশি টাইপ করি। তাই ডান হাত ও হাতের আঙুলই বেশি ব্যাথা করে। 
 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি