করোনা-রোধী শক্তি বাড়াতে দাওয়াই 'মিষ্টি মুখ', কলকাতায় বিকোচ্ছে ইমিউনিটি সন্দেশ

  • লকডাউন শিথিল হচ্ছে
  • নিতে হচ্ছে বাড়ির বাইরে যাওয়ার প্রস্তুতি
  • শরীর সুস্থ রাখাটাই এই সময় একটি চ্যালেঞ্জের বিষয়
  • রোগের বিরুদ্ধে লড়াই করতে শরীর সুস্থ থাকা অত্যন্ত জরুরী

deblina dey | Published : Jun 7, 2020 7:47 AM IST

লকডাউন শিথিল হচ্ছে ফলে এই সময় বাড়ির বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে শরীর সুস্থ রাখাটাই প্রত্যেকের কাছে একটি চ্যালেঞ্জের বিষয়। যে কোনও রোগের বিরুদ্ধে লড়াই করতে শরীর সুস্থ থাকা অত্যন্ত জরুরী। সংক্রমণ থেকে নিরাপদ থাকতে, আমরা ঘরে বসে, ঘন ঘন হাত ধোয়া, মুখোশ ব্যবহারের নিয়মগুলি অনুসরণ করছি। এমন এক পরিস্থিতিতে শরীর সুস্থ রাখতে কি উচিৎ আর কি খাওয়া উচিৎ নয় এই নিয়েই ধন্দে রয়েছেন অনেকেই। 

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে কলকাতার জনপ্রিয় এক মিষ্টির দোকান। কারণ টা জানলে অবাক হবেন আপনিও। কলকাতার এক বিখ্যাত মিষ্টির দোকান একটি উদ্ভাবনী মিষ্টি নিয়ে এসেছে মার্কেটে যার নাম 'ইমিউনিটি সন্দেশ'। কলকাতার মিষ্টি দেশ বিদেশ জনপ্রিয়। আর কলকাতার মিষ্টি বলতে এখানকার দই ও রসগোল্লা বাঙালির এক ঐতিহ্য বহন করে। এবার সেই তালিকায় যুক্ত হল এই 'ইমিউনিটি সন্দেশ'-এর নাম।

রাজ্য তথা দেশ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়া করোনভাইরাস সংক্রমণের মধ্যেও, নাগরিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই মিষ্টি সহায়তা করবে বলে দাবী করেছেন "বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক" এর মিষ্টির দোকান। তাঁদের মতে, এই মিষ্টি সম্পূর্ণভাবে কোনও কৃত্রিম উপাদান বা চিনি ছাড়াই তৈরি করা হয়েছে। এটি হিমালয়ের মধু দিয়ে তৈরি করা হয়েছে। ফলে এটি স্বাস্থ্যকর এবং কম ক্যালরিযুক্ত। এই সন্দেশে বাদাম এবং ড্রাই ফ্রুটস ছাড়াও হলুদ, মধু, তুলসী, এলাচ, জষ্টি মধু এবং অন্যান্য ঔষধি গুণাগুণযুক্ত প্রায় ১৫ টি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এই সন্দেশটির জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সকালে দোকানে নিয়ে আসার পর বিকেলের মধ্যে এই মিষ্টি বিক্রি হয়ে যায়।

Share this article
click me!