ঘরোয়া পদ্ধতিতে কৃমির সমস্যা কমাতে আপনার খুদের খাবারের তালিকায় এই খাবারগুলি অবশ্যই রাখবেন, যা দিয়ে সহজেই আপনার সন্তান এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে।
ঘরোয়া উপায়ে কৃমির সমস্যা থেকে মুক্তি পেতে রসুন খাওয়ান আপনার সন্তানকে। শুধুমাত্র কৃমির সমস্যা না রসুন খেলে কমে সর্দি কাশির ধাত। এই সবজিটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হওয়ায় খাদ্যনালী ও পাঁচন তন্ত্র পরিষ্কার রাখে ও ক্ষুদ্রান্ত্রে কৃমির সমস্যা কমায়। বাড়ির ছোট্টো সদস্যটির শরীর সুস্থ রাখতে তরকারীতে রসুন দিয়ে রান্না করুন।
আদা ক্ষুদ্রান্ত্রে জন্মানো কৃমি মারতে ও পাঁচন তন্ত্রের কার্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে পেঁপের দানা ফিতা কৃমি ও অন্যান্য কৃমির সমস্যা কমাতে সাহায্যকারী।
কুমড়োর দানায় কৃমিনাশক গুণ থাকায় ফিতা কৃমি ও পিনওয়ার্মের সমস্যা থেকে মুক্তি দেয়।