Dirtier Items: প্রচুর ব্যাক্টিরিয়া থাকে ঘরের এই সব জিনিসে, আজই সাবধান হন

সমীক্ষায় জানা গিয়েছে বাড়ির কিছু জিনিসের ওপর একটি টয়লেট সিটের তুলনায় বেশি জীবাণু থাকে। তার মধ্যে কয়েকটি হয়তো এখনই ছুয়ে এসেছেন আপনি। কী সেই জিনিসগুলি জেনে নিন।

Asianet News Bangla | / Updated: Nov 17 2021, 03:47 PM IST

বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর আমাদের সজাগ দৃষ্টি থাকে। তবে কিছু কিছু জিনিস আমাদের নজর এড়িয়ে যায় বা সেগুলি আমরা নিয়মিত পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করি না। সমীক্ষায় জানা গিয়েছে বাড়ির কিছু জিনিসের ওপর একটি টয়লেট সিটের তুলনায় বেশি জীবাণু থাকে। তার মধ্যে কয়েকটি হয়তো এখনই ছুয়ে এসেছেন আপনি। কী সেই জিনিসগুলি জেনে নিন।

ওয়াশিং মেশিন

আপনার অন্তর্বাসে প্রায় ১০ কোটি ই কোলাই ব্যাক্টিরিয়ার বাস, যা ডাইরিয়ার অন্যতম কারণ। ওয়াশিং মেশিনে অন্তর্বাস ধোয়ার ফলে সেই ব্যাক্টিরিয়ার দ্বারা অন্যান্য কাপড় সংক্রমিত হতে পারে। ফ্রন্ট লোডিং মেশিনের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ এর নীচে জল জমে ব্যাক্টিরিয়ার পছন্দের স্যাঁতস্যাঁতে পরিবেশ গড়ে তোলে। অন্য দিকে টয়লেট সিট শুকনো থাকে, যার ফলে সেখানে বিশাল সংখ্যক ব্যাক্টিরিয়া বাসা বাঁধতে পারে না। তাই প্রথমে ব্লিচ দিয়ে নিজের ওয়াশিং মেশিনের ভিতরের অংশ জীবাণুমুক্ত করুন। ওয়াশিং মেশিনের ডিটার্জেন্ট দেওয়ার স্থানে দু কাপ ব্লিচ দিয়ে ওয়াশিং মেশিন চালু করে দিন। তার পর শুকতে দিন। ওয়াশিং মেশিনের দরজা খোলা রাখবেন। ব্যাক্টিরিয়াকে ছড়িয়ে পড়া থেকে আটকাতে আলাদা করে গরম জলে অন্তর্বাস পরিষ্কার করুন।

কাটিং বোর্ড

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, গড় সংখ্যক সবজি কাটার বোর্ডে টয়লেট সিটের তুলনায় ২০০ গুণ বেশি ব্যাক্টিরিয়ার মলের জীবাণু উপস্থিত থাকে। কাঁচা মা্ংস এই ব্যাক্টিরিয়ার জন্য দায়ী, কারণ অধিকা্ংশ ফিকাল ব্যাক্টিরিয়া প্রাণীর ইন্টারনাল অর্গ্যানে উপস্থিত থাকে। অতএব কাটিং বোর্ডেও ব্যাক্টিরিয়ার আস্তানা রয়েছে। তাই বাসন ধোয়ার সাবান দিয়ে প্লাস্টিকের কাটিং বোর্ড পরিষ্কার করতে পারেন। তার পর জলের মধ্যে দু চা চামচ ব্লিচ মিশিয়ে বোর্ডটিকে সারা রাত ডুবিয়ে রেখে দিন। কাঠের কাটিং বোর্ডের ক্ষেত্রেও তাই করবেন। তবে সারা রাতের জন্য এটিকে ডুবিয়ে রাখবেন না।

স্মার্টফোন ও ট্যাবলেট

২০১৮ সালের একটি সমীক্ষা থেকে উঠে এসেছে যে, টয়লেট সিটের তুলনায় ফোন ৬ গুণ বেশি নোংরা। সমীক্ষায় ৫০টি ফোন থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং দেখা যায় যে, গড় সংখ্যক ফোনে ১৪৭৯টি ব্যাক্টিরিয়া রয়েছে। যেখানে টয়লেট সিটে থাকে শুধুমাত্র ২২০টি ব্যাক্টিরিয়া। আবার চামড়ার ফোন কেস এ ক্ষেত্রে সবচেয়ে বড় দোষী, কারণ এতে টয়লেট সিটের তুলনায় ১৭ গুণ বেশি জীবাণু থাকে। উল্লেখ্য ২০১৬ সালের একটি সমীক্ষায় দেখা যায় যে, ইউনাইটেড কিংডমের ১০০০ এমপ্লয়িরা স্বীকার করেছেন যে, তাঁরা শৌচালয়ে ফোন ব্যবহার করেন। এর ফলে ফোনের মধ্যে নানান অদৃশ্য মল ও মূত্রের ফোটা লেগে থাকে, যা অবশেষে ব্যক্তির হাতেই স্থানান্তরিত হয়। এর জন্য সবার আগে বাথরুমে ফোন নিয়ে যাওয়া বন্ধ করুন। ফোন ও ফোনের ইলেকট্রনিক স্ক্রিনকে ওয়াইপ বা নরম ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।

কার্পেট

মৃত ত্বকের কোষ ব্যাক্টিরিয়ার প্রিয় খাদ্য। গড় সংখ্যক ব্যক্তি শরীর থেকে প্রতি ঘণ্টায় ১৫ লক্ষ মৃত ত্বকের কোষ ঝরে পড়ে। এর সঙ্গে কার্পেটের ওপর খাবারের অংশ, পোষার শরীরের লোম বা নোংরা, ধুলো ইত্যাদি পড়ে ব্যাক্টিরিয়ার ৫৬ ভোগ ব্যঞ্জনের অভাব পূর্ণ করে। কার্পেটের প্রতি স্কোয়ার ইঞ্চিতে ২ লক্ষ ব্যাক্টিরিয়া থাকে, যা টয়লেট সিটের তুলনায় ৭০০ গুণ বেশি। ই কোলাই, স্ট্যাফিলোককাস এবং সালমোনেলা নামক কয়েকটি বিপজ্জনক ব্যাক্টিরিয়ার বাস হয় কার্পেটের ওপর। ভ্যাক্যুম ক্লিনারের সাহায্যে কার্পেটের তলার অংশ যথাযথ ভাবে পরিষ্কার করা যায় না বলে বছরে একবার কোনও কোম্পানির মারফৎ নিজের কার্পেট পরিষ্কার করান। বাকি সময় আপনি ভ্যাক্যুম ক্লিনার দিয়েই পরিষ্কার করুন।

কলের হাতল

বাথরুমের কলে টয়লেট সিটের তুলনায় ২১ গুণ বেশি ব্যাক্টিরিয়া থাকে। আবার রান্নাঘরের কলে টয়লেট সিটের তুলনায় ৪৪ গুণ বেশি ব্যাক্টিরিয়া লেগে থাকে। নর্দমা ও রান্নাঘরের কলের পাইপ স্যাঁতস্যাঁতে থাকে এবং এখানে সহজে পরিষ্কার করা যায় না। সমীক্ষায় জানা গিয়েছে যে, ই কোলাইর মতো ড্রাগ রেসিসটেন্স ব্যাক্টিরিয়া পাইপের মাধ্যমে সিঙ্ক ও ব্যক্তির হাতে ছড়িয়ে পড়তে পারে। সিঙ্ককে প্রতিদিন জীবাণুমুক্ত করুন এবং ভালো ভাবে পরিষ্কার করুন।

কম্পিউটার কি বোর্ড

খেতে খেতে কম্পিউটারে কাজ করছেন? তা হলে জীবাণু লেগে থাকছে আপনার কি বোর্ডের ওপরও। লন্ডনের একটি অফিসের ৩৩টি কি বোর্ড থেকে নমুনা সংগ্রহ করে জানা যায় যে, কি বোর্ডে টয়লেট সিটের তুলনায় ৫ গুণ বেশি জীবাণু থাকে। হাত ধুয়ে কাজ করুন। কিবোর্ড ঘন ঘন পরিষ্কার করবেন।

Share this article
click me!