সারাদিন ল্যাপটপে কাজ করে চোখে ব্যথা, কাজের ফাঁকে এভাবে যত্ন নিন

বেশিক্ষণ ধরে এই ডিভাইসগুলির সামনে বসে কাজ করার ফলে বাড়ছে চোখের পাওয়ার, আবার কখনও চোখে যন্ত্রণাও করছে। তবে এগুলিকে অবহেলা করা একেবারেই ঠিক নয়। সেক্ষেত্রে বড় কোনও শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলি অবহেলা না করে কাজের ফাঁকে মেনে চলুন ছোট্ট কয়েকটি টিপস।

Asianet News Bangla | Published : Aug 15, 2021 3:16 PM IST

করোনার ফলে বদলেছে অফিস মানে। এখন বেশিরভাগ অফিসই হচ্ছে বাড়ি থেকে। ফলে কাজের সময় অনেক বেড়ে গিয়েছে। সঠিক সময় কাজে বসলেও কখন উঠছেন তার কোনও ঠিক থাকছে না। আর সারাক্ষণ ধরে নয় মোবাইল, নয় ল্যাপটপ নয়তো ট্য়াবের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এছাড়া কাজের পাশাপাশি অনেক সময় শুধুমাত্র বিনোদনের জন্যও ভরসা করতে হচ্ছে এই মাধ্যমগুলির উপর। ফলে চোখের পুরোপুরি বারোটা বেজে যাচ্ছে। বেশিক্ষণ ধরে এই ডিভাইসগুলির সামনে বসে কাজ করার ফলে বাড়ছে চোখের পাওয়ার, আবার কখনও চোখে যন্ত্রণাও করছে। তবে এগুলিকে অবহেলা করা একেবারেই ঠিক নয়। সেক্ষেত্রে বড় কোনও শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলি অবহেলা না করে কাজের ফাঁকে মেনে চলুন ছোট্ট কয়েকটি টিপস।

Share this article
click me!