সিপিএম পার্টি অফিসে ভাঙচুর-আগুন, হাওড়ায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

  • সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর-আগুন
  • অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
  • ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য
  • পার্টি অফিসের তালা ভেঙে ভাঙচুর চালায় দুষ্কৃতী

Alok Shit | Published : Sep 14, 2020 12:41 PM IST / Updated: Sep 15 2020, 12:30 AM IST

বিশ্বনাথ দাস, হাওড়া-রাতের অন্ধকারে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, পার্টি অফিসের তালা ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়। অফিসে থাকা যাবতীয় আসবাব পত্রেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে সিপিএম। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে।

আরও পড়ুন-চাল-চাকরি-ত্রিপল-আমপান ত্রাণের টাকা চুরি করেছে তৃণমূল সরকার, অগ্নিমিত্রার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা

জানাগেছে, সোমবার সকালে পার্টি অফিস খুলতে এসে এলাকার সিপিএম কর্মীরা দেখেন, তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে পার্টি অফিস। ভিতরের ঢুকে দেখা যায় অফিসে থাকা যাবতীয় আসবাব পত্রে ভাঙচুর চালানো হয়েছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ নথিপত্রেও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিএম।

আরও পড়ুন-ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দলীয় বিধায়কের বিরুদ্ধে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য ভাইরাল

সিপিএম পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনায় তৃণমূলকেউ দায়ী করেছে সিপিএম। তাঁজের দাবি, গত ৫ সেপ্টেম্বর ওই পার্টি অফিসে রক্তদান শিবির ঘিরে দুই দলের মধ্য়ে সংঘর্ষ বাঁধে। সেই ঘটনার রেষ এখনও রয়েছে ওই এলাকায়। এরপর রবিবার রাতে সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। যদিও, পার্টি অফিসে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
 

Share this article
click me!