রবিনসন স্ট্রিটের ছোঁয়া এবার হাওড়াতে, মৃত দাদা-দিদির দেহ আগলে বোন

Published : Sep 30, 2020, 11:00 PM ISTUpdated : Sep 30, 2020, 11:12 PM IST
রবিনসন স্ট্রিটের ছোঁয়া এবার হাওড়াতে, মৃত দাদা-দিদির দেহ আগলে বোন

সংক্ষিপ্ত

 রবিনসন স্ট্রিটের ছোঁয়া এবারে হাওড়াতে  মৃত দাদা ও দিদির মৃতদেহ আগলে ছোট বোন  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলুড়ের লালা বাবু সায়র রোডে  

বিশ্বনাথ দাস,হাওড়া : রবিনসন স্ট্রিটের ছোঁয়া এবারে হাওড়াতে ।  মৃত দাদা ও দিদির মৃতদেহ আগলে ছোট বোন । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  বেলুড়ের লালা বাবু সায়র রোডে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । 

সৌমিত্র খাঁ-কে নিয়ে জেলার নেতার বিরূপ মন্তব্য,আগুন জ্বালিও না বললেন সাংসদ

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে,ওই এলাকায় নিজেদের দোতলা বাড়িতে দুই বোনকে নিয়ে থাকতেন রেলের অবসরপ্রাপ্ত কর্মী মনোরঞ্জন সেন । পাড়াতে সেভাবে মেলামেশা করতেন না । সপ্তাহখানেক ধরে এলাকার মানুষজন পচা দুর্গন্ধ অনুভব করছিলেন । বুধবার সেই দুর্গন্ধ চরমে ছড়াতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষজন  । পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে যে দাদা মনোরঞ্জন ও দিদি প্রতিমার পচা গলা দেহের পাশে বসে রয়েছে ছোট বোন অনিতা । 

বিশ্বভারতীর পাঁচিল দেওয়ার কাজের ওপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কীভাবে এই মৃত্যু ঘটল, কেনইবা মৃত্যুর পর প্রতিবেশী কিংবা আত্মীয়দের খবর দিল না অনিতা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে । অনিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ।

শোক প্রকাশ করে মুখ্য়মন্ত্রী জানতে পারলেন মন্ত্রী এখনও বেঁচে

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর